আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমেবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অরুণ কান্তি সানার সঞ্চালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গুরুত্বপূর্ন
আলোচনা সভা, গান ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
আলোচনা করেন বিদ্যালয়ের
ক্রীড়া শিক্ষক মো. শাহাজান সিরাজ, বাংলা শিক্ষক মাইন মাসকুবা এবং কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক আকলিমা খাতুন। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা, গান এবং কবিতা আবৃত্তি করে সাকিবুল হাসান, শামীমা সুলতানা মিম, শিউলি খাতুন, মারিয়া আক্তার শোভা, ফারহানা আজমী, ইসমাইল হোসেন, শাহনাজ পারভীন, মিম সুলতানা, তাসমিরা জাহান, মরিয়ম আক্তার এবং একরামুলহাসান নয়ন। বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বের অসাধারণ এক প্রতিভাবান কবি। সকল ক্ষেত্রেই যাঁর অবদান অসামান্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।