মুজাহিদ সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা সদর উপজেলার নগর ঘাটা ইউনিয়ন পরিষদের এক সদস্যর (মেম্বার) ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রকাশ্য আসার পর স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। ছবিতে দেখা যায়, উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার সারোয়ার হোসেন (৩৭) ইয়াবা মাদক সেবন করছেন। তিনি উদাম শরীরে, শার্ট প্যান্ট পরে সুন্দরী রমণী সামনে রেখে চৌকিতে বসে মাদক সেবন করছে। তার সামনে থাকা লাল রঙের গ্যাস লাইট, সিগারেট, ফুয়েল পেপার, সিগারেটের সুখা ধারণের পাত্র, বোতলের কিছু কাকের ছবি দেখা যায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ইয়াবা সেবনের ছবি নিয়ে বেশ নেতিবাচক সমালোচনা করতে দেখা গেছে। তারা জানান, মেম্বার সরোয়ার হোসেন সব সময় বিভিন্ন রকম মাদক সেবন করে থাকে। তার বিরুদ্ধে এরকম একাধিক তথ্য রয়েছে। তবে বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত বোধ করছে। জনপ্রতিনিধি যদি মাদক সেবন করে তাহলে সাধারণ জনগণ কিভাবে সুশাসন রক্ষা করবে এমন মন্তব্য করেন তারা।
ইয়াবা সেবনের ছবি সম্পর্কে জানতে চাইলে সরোয়ার হোসেন জানান, এটা তারই ছবি। তবে তার বাসায় কিছু বন্ধু হঠাৎ একদিন ইয়াবা সেবনের জন্য আসেন। তখন জোর করে তাকে ইয়াবা সেবন করান বলে দাবি করে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে প্রতিপক্ষরা ষড়যন্ত্র শুরু করেছে। তাকে সামাজিকভাবে হেও করতে এমন ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বর্তমানে ওই ইউপি সদস্য পুলিশের নজরদারিতে রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান, ঘটনাটি তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।