উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দেশে সোনালী ব্যাংক লিমিটেডের ২০টি শাখার অন্যতম শাখা হিসাবে উল্লাপাড়া শাখাকে মডেল শাখায় উন্নীত করা হয়েছে। বিকেলে ফিতা কেটে এই শাখার মডেল করণের উদ্বোধন করেন ব্যাংকের বগুড়া বিভাগের মহাব্যবস্থাপক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার বনিক, সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্ত, সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক রওশন আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ উপলক্ষে ব্যাংক চত্বরে আয়োজন করা হয় গ্রাহক সমাবেশের। এতে ব্যাংকের ডিজিটাল গ্রহক সেবার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া বিভাগের মহাব্যবস্থাপক আমিনুল হক, উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া শাখা ব্যবস্থাপক রওশন আলী, এই ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুল মজিদ ও উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325