মোঃ মিজানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
সোহাগ চৌধুরীর নির্বাচনী ইশতেহার।
১)ধর্ম, বর্ণ,গোত্র, স্হানীয় -অস্হানীয়, ধনী গরীব নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং সকল সমস্যার নিরপেক্ষ ও ন্যায়সঈত সমাধান করা।
২)পয়:নিস্কাসন,ড্রেনেজ ব্যবস্থা উন্নতীকরন ও পথচারী চলাচলে উপযোগী ফুটপাত তৈরি করা।
৩) মসজিদ, মন্দির, গির্জা,প্যাগোডা তে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সরকার কর্তৃক সকল বরাদ্দ সমানভাবে বন্টন নিশ্চিত করা।
৪) নারী ও পুরুষদের জন্য স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা।
৫)প্রতিটি এলাকা জলাবদ্ধতা দুরীকরনে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৬)প্রতিটি এলাকা মুরব্বিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন,সবার পরামর্শে ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা।
৭)প্রতিটি এলাকা পথচারী, রিকশাচালক,ভ্যানচালকদের জন্য রাস্তার পাশে সুপেয় পানির ব্যবস্থা করা।
৮)নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান সুষ্ঠু ভাবে সম্পাদন হচ্ছে কিনা তা তদারকি তে মনিটরিং টিম গঠন করা।
৯)সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ভুয়া ও সর্বপ্রকার অসামাজিক কার্যক্রম শক্ত হাতে প্রতিরোধ কল্পে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে শক্তিশালী কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা।
১০)বিপথে যাওয়া কিশোরদের সুপথে ফিরিয়ে এনে কিশোর গ্যাং কালচার বন্ধ করা।
১১)অপরাধ দমনে প্রতিটি এলাকা সড়ক বাতি নিশ্চিত করা ও সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণে কার্যরী ভুমিকা গ্রহণ করা।যেসব এলাকায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সোসাইটি বিদ্যমান রয়েছে সেসকল সোসাইটির কতৃপক্ষ কে সর্বাত্মক সহযোগিতা করা।
১২) অগ্নিকান্ড রোধে ও অগ্নি নির্বাপনে বিশেষ ব্যবস্থাপনায় স্বতন্ত্র প্রতিষ্ঠান নির্মান এবং সেবা নিশ্চিত করা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।