আব্দুল্লাহ আল মামুন,(আন্তর্জাতিক) প্রতিনিধি :
আল-ইয়ুম পত্রিকার প্রাক্তন উপ-সম্পাদক-ইন-চিফ বিশিষ্ট সাংবাদিক আতিক আল-খামাস অসুস্থ থাকা অবস্থায় আজ মৃত্যু বরণ করেন ।
প্রয়াত আতেক আল-খামাস, আল-ইয়ুম পত্রিকার সাবেক ডেপুটি এডিটর-ইন-চিফ, জনাব আতীক আল-খামাস, দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করার পর আজ (বুধবার) বিকালে মারা গেছেন।
আসরের নামাজের পর আল-ফুরকান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দাম্মাম কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রয়াত আতীক আল-খামাস একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আল-ইয়ুম পত্রিকায় মিডিয়ার কাজে বিশেষ অবদান রেখেছিলেন,তিনি সাংবাদিকতার ক্ষেত্রে ৫ দশকেরও বেশি সময় ধরে তার পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন,সাংবাদিকতামূলক কাজে তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন যতক্ষণ না তিনি তার কাজ থেকে অবসর গ্রহণ করেন।