আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদিআরবে ৫শত স্থানজুড়ে ৪০ হাজার বানরের বিস্তীর্ণ বসবাসের চিত্র একটি সরকারি গণনায় উঠে এসেছে ।
বেবুনস (বানর) ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ডলাইফ ডেভেলপমেন্টের প্রধান ডঃ মুহাম্মদ কুরবান জানিয়েছে যে সৌদিআরব জুড়ে ৪০ হাজার বানর তারা পর্যবেক্ষণ করেছেন।
গণমাধ্যমের একটি সাক্ষাতকারের সময় তিনি বলেন বানর গুলোকে আবাসিক এলাকা থেকে দূরে রাখার জন্য শক্তিশালী উপায়সহ এদের মোকাবেলা করা হবে যা চলতি বছরে স্পষ্টভাবে এই কার্যক্রম শুরু করা হবে।
কার্যক্রমের মধ্যে থাকবে বানরগুলোসহ তাদের বাসস্থান জীবাণুমুক্ত করা, বংশবৃদ্ধি রোধ করা, বানরগুলোর জন্য একটি নিদিষ্ট বাসস্থান বাগান স্থাপন করা।
দর্শনার্থীদের অনেকেই বানরদের খাওয়ানোর জন্য যেখানে সেখানে বিভিন্ন খাবার ফেলে যাচ্ছে যা পরিবেশ দুষিত করছে, এসব জায়গায় বর্জ্য না ফেলা হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্র কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।