আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত কবির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো:ওয়ায়েজ উদ্দিনের সন্তান।
জানা যায়,কবির হোসেন পবিত্র মদিনা শহরের একটি কোম্পানীর গাড়ি চালাতেন।গত শনিবার (১৭ নভেম্বর)সৌদিআরব সময় বিকেলের দিকে পবিত্র মদিনা শহরের অন্তরগত ইয়ানবু শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তথ্যে জানা যায়,কবির হোসেন তার নিজের গাড়ি রাস্তার পাশে দাড় করে বসে ছিলেন।এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে স্বজড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কবির হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে কর্মরত ছিলেন।তিন বছর আগে বাংলাদেশ এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান।কিছুদিনের দিনের মাঝে আবারও বাংলাদেশ আসার কথা ছিল বলেও জানা যায়।
এদিকে নিহত কবির হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,কবির হোসেনকে হারিয়ে শোকের মাতম করছে পরিবারের সকল সদস্যরা।
নিহত কবির হোসেনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।