আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সুপ্রিম কোর্ট সৌদি আরব জুড়ে সমস্ত মুসলমানদেরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের অর্ধচন্দ্রের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
সৌদির সুপ্রিম কোর্ট জানিয়েছে যে,যদি কেউ তাদের খালি চোখ দিয়ে অথবা দূরবীনের মাধ্যমে অর্ধচন্দ্র দেখেন তাদের নিকটস্থ আদালতে গিয়ে চাঁদ দেখা সম্পর্কে রিপোর্ট করতে এবং তাদের সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়েছে ।
আদালত জানিয়েছে যে,যদি আজ শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা তাহলে ঈদ হবে আগামীকাল শুক্রবার।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে ঈদ হবে আগামী শনিবার।