আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধিঃ
সৌদিআরবের আল-কাসিম অঞ্চলে একটি উটের কামড়ে ঘাড়ে মারাত্মকভাবে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
জানা যায়, আল-কাসিমে একটি উট পথচারী এক ব্যক্তির ঘাড়ে কামড় দিয়ে গুরুতরভাবে আহত করে। পরবর্তীতে দ্রুত উক্ত ব্যক্তিকে আল-কাসিম অঞ্চলের আল-নাভানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিশেষজ্ঞ মেডিকেল টিমের সর্বাত্মক চিকিৎসা সেবা ও অক্লান্ত পরিশ্রমে উক্ত ব্যক্তির জীবন বাঁচাতে সক্ষম হন ।
আল-কাসিম হেলথ অ্যাসেম্বলি জানিয়েছে যে, গতকাল ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়, আহতের কণ্ঠস্বর পরিবর্তনসহ তার ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
মেডিকেল টিমটি রোগীর স্বরযন্ত্র এবং মেরুদণ্ডের কশেরুকার নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তার কণ্ঠস্বর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, উন্নত চিকিৎসার ফলে রোগী বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।