আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক :
সৌদির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের ১৬,৩০১ জন প্রবাসীদের সৌদির বিভিন্ন জায়গা হতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আবাসিক নিয়ম লঙ্ঘনের জন্য মোট ৯,২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়, ৪,৩৯৫ জনকে অবৈধ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য গ্রেপ্তার করা হয় এবং আরও ২,৬৩২ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আটক করে সৌদির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী ।
প্রতিবেদনে দেখানো হয়েছে যে অবৈধভাবে সৌদিআরবে প্রবেশের চেষ্টা করার জন্য ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়।এবং ৯৫ জন সৌদি থেকে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে যাওয়ার চেষ্টা করলে ধরা পড়ে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃত্তিতে বলেছে যে যদি কেউ অবৈধদের পরিবহন সহায়তা এবং আশ্রয় প্রদান সহ সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে,তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১মিলিয়ন সৌদি রিয়াল(২৬০,000 ডলার)পর্যন্ত জরিমানা করা হবে পাশাপাশি অবৈধ কাজে ব্যবহারিত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।