আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক ক্রাইম রিপোর্টার :
সৌদি আরবের তত্ত্বাবধান ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) মঙ্গলবার ঘুষ ও অর্থ পাচারের অভিযোগে ১৫৯ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে।
তথ্যে জানা যায়, দুর্নীতি দমন কর্তৃপক্ষ ২,১৯৪টি অভিযোগ পর্যবেক্ষণ করে,২৪১ জন সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত করেন এবং এতে করে ১৫৯ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, মানি লন্ডারিং এবং অর্থ জালিয়াতির সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত কয়েকজন আসামি ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতরা অধিকাংশ প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, বিচার,পৌর ও গ্রামীণ আবাসন,জাকাত, কর এবং শুল্ক মন্ত্রণালয়ের সাথে যুক্ত।