আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদিআরবের পাবলিক প্রসিকিউশন জাল টাকা তৈরি এবং পাচার করার অপরাধে ৪ জন প্রবাসীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
পাবলিক প্রসিকিউশনের একটি সরকারী সূত্র জানিয়েছে যে,অর্থনৈতিক অপরাধ প্রসিকিউশনের প্রতিনিধিত্বকারী প্রসিকিউশন,এশিয়ান জাতীয়তার ৪জন প্রবাসীদের নিয়ে গঠিত একটি সংগঠিত অপরাধী চক্রের অর্থ জাল করা এবং তা পাচার করার অভিযোগ এনেছে।
তদন্তের জানা গেছে যে, অপরাধী চক্রটি বেশ কিছুদিন যাবদ ধরে গোপনে জাল টাকা তৈরি করে আসছিল, চক্রটির নিকট হতে জাল অর্থ ৮হাজার ৭শত সৌদি রিয়াল কাগজের মুদ্রাসহ ছাপানোর জন্য ব্যবহারিত ইলেকট্রনিক মেশিন এবং প্রিন্টার জব্দ করা হয়।
এর আগে অপরাধীদের গ্রেপ্তার করা হয় এবং উপযুক্ত আদালতে রেফার করা হয়,সেইসাথে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে একটি আদালত এই রায় জারি করেন।
আদালত অপরাধীদের কারাগারের মেয়াদ শেষ হওয়ার পরে সৌদি আরব থেকে নিজ দেশে নির্বাসনের নির্দেশ দিয়েছে।তবে আদালত সাজাপ্রাপ্ত ৪ জন এশিয়ান প্রবাসী কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত অবহিত করেননি ।