আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধিঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদ তৃতীয় সৌদি ফ্যালকনস ক্লাবের নিলামে তিনটি বাজপাখি ৩ লক্ষ ৩৬ হাজার রিয়ালে বিক্রি করা হয় যা প্রায় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১কোটি ৮০ হাজার টাকা)নিলাম শুরু হওয়ার পর থেকে এযাবৎ ক্লাবটির বিক্রয় এক মিলিয়ন সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে।
বাজপাখি বিক্রি নিলাম অনুষ্ঠানটি রিয়াদের উত্তরে মালহামে ক্লাবের সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ১৫ নভেম্বর শেষ হবে।
সৌদি তরুণ তালাল আবদুল্লাহ আল-দোসারির পেরিগ্রিন কিরনাস জাতের বাজপাখিটি ২৭ হাজার সৌদি রিয়ালে এ বিক্রি হয়, দ্বিতীয় তরুণ নাসের হামদান আল-হেরেজি তার বাজপাখিটি ১লক্ষ ২৮ হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন।
অপর দিকে তৃতীয় তরুণ ফাহদ ইদ আল-রশিদির মালিকানাধীন একটি বাজপাখি ১লক্ষ ৮১ হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন যা এখন পর্যন্ত নিলামের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল দাম ছিল।
উক্ত নিলামটি দেশটির টিভি চ্যানেল এবং ক্লাবের সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হয়।
ক্লাবটি সৌদিআরব জুড়ে বাজপাখি লালন পালন ও বিক্রয়কারীদের অনেক সুযোগ সুবিধা দেয়। নিলামে পাখিদের বাসস্থান এবং পরিবহন প্রদত্ত সকল সেবা সমূহ এর মধ্যে রয়েছে।
একবার বিক্রয় চূড়ান্ত হয়ে গেলে, বাজপাখির জন্য ইলেকট্রনিক অ্যাঙ্কলেট স্থাপন করা হয় এবং বিক্রয় সম্পূর্ণ করার জন্য অফিসিয়াল নথিপত্র জারি করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।