আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক ক্রাইম রিপোর্টারঃ
বাংলাদেশে দুই হজ এজেন্সি মালিককে ৯ লাখ সৌদি রিয়ালসহ সৌদিআরবের জেদ্দায় গ্রেপ্তার করা হয়েছে ।
তথ্যে জানা যায়, কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন।
ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে ওই টাকার অ্যামাউন্ট সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে এতে করে তাদেরকে আটক করা হয় ।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের এই দু’জনকে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ।এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৮২৩ মুসল্লির হজযাত্রা।
হজ অফিসের পরিচালক কর্তৃক জানানো হয়, যেহেতু এজেন্সির মালিক সমস্যায় আছেন তাদের প্রতিনিধিও সমস্যায় আছেন,তাদের সমস্যার কারণে হজযাত্রা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এজন্য হজযাত্রা ১০দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করা হয়েছে টিকিট করার জন্য।এরমধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন।