আব্দুল্লাহ আল মামুন (সৌদিআরব) ক্রাইম রিপোর্টারঃ
সৌদি আরবে নকল রিয়াল তৈরী এবং তা বাজারজাতকরণ করার অপরাধে ৪ জন প্রবাসীসহ ২ জন সৌদি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন বিভাগের একটি অফিশিয়াল সূত্র হতে জানা যায়,গতকাল সৌদি আরবে নকল রিয়াল তৈরী করা এবং তা বাজারজাতকরণ করার কাজে জড়িত থাকা একটি অপরাধী চক্রের বিরুদ্ধে তদন্ত করে ইকোনমিকস ক্রাইম উইং। তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ এবং অবস্থান নিশ্চিত হওয়ার পরে উক্ত অপরাধী চক্রের ৬জন সদস্যকে গ্রেফতার করা হয়।তদন্তের স্বার্থে উক্ত ৪জন প্রবাসীদের নাম পরিচয় এবং জাতীয়তা প্রকাশ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
গ্রেফতারকৃতদের নিকট হতে প্রচুর নকল রিয়ালসহ চক্রটির আস্তানায় বিভিন্ন নকল রিয়াল প্রস্তুত করার কাজে ব্যবহারিত ডিজিটাল মেশিন পাওয়া গিয়েছে।
গ্রেফতারকৃতদের প্রত্যেকের শাস্তি সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল এবং ৫ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানা যায়।