আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদিতে পাকিস্তান ও ভারতের পর এবার বাংলাদেশের কর্মীদের দক্ষতা যাচাই পরীক্ষা কার্যক্রম চালু করেছে দেশটির সরকার।
সৌদি কর্মসংস্থান মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, পেশাগত স্বীকৃতি কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন দেশের নাগরিকদের জন্য পরীক্ষা কার্যক্রম সক্রিয় করতে মন্ত্রণালয়ের পরিকল্পনার অংশ হিসেবে, ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের নাগরিকদের দক্ষতা যাচাই পরীক্ষা কার্যক্রম সক্রিয় করা শুরু করেছে।
কর্মসূচী অনুযায়ী ৫টি পদে কর্মীদের দক্ষতা যাচাই করা হবে এদের মধ্যে রয়েছে “প্লাম্বিং, ইলেক্ট্রিসিটি, অটো ইলেকট্রিসিটি, ওয়েল্ডিং এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনার এর কাজ, এছাড়াও ২৩টি স্পেশালাইজের মধ্যে মন্ত্রনালয় পেশাদার জনশক্তির মান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।
সৌদি শ্রমবাজারে কাজ করা এবং সেবার স্তর বাড়ানো, সঠিক পেশাদারিত্ব প্রদান, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং সৌদিআরবের শ্রমবাজারে অযোগ্য অপেশাদার শ্রমের প্রবাহ বন্ধ করাই মূল উদ্দেশ্য।
পেশাদার কর্মীর বাছাই যাত্রা শুরু হবে পেশাদার পরীক্ষার পোর্টালে নিবন্ধন এর মাধ্যমে, তারপর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে এবং পরীক্ষা দেওয়ার আগে কেন্দ্রে পরীক্ষা পর্যবেক্ষকদের দ্বারা তার ডেটা মেলানো হবে এবং তারপর সকল বিষয়ে সফল ভাবে পাশ করলে প্রশংসাপত্র প্রদান করা হবে।এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক প্রবাসীদের সেবা করে থাকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।