আব্দুল্লাহ আল মামুন, (ক্রাইম রিপোর্টার) সৌদিআরবঃ
সৌদি আরবের হাইল নামক শহরে এক বাংলাদেশীর বিরুদ্ধে অসংখ্য প্রবাসীদের বিপুল পরিমাণের অর্থ ও মালামাল আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, মোঃ জাকির হোসেন (২৭) নামের ঐ যুবক সৌদিআরবের হাইল শহরে এআর কার্গো সার্ভিস নামে ব্যবসার আড়ালে স্থানীয় অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ এবং মালামাল আত্মসাৎ করে পালিয়েছে।
তথ্যে জানা যায়, প্রতারক মোঃ জাকির হোসেন এর গ্রামের বাড়ি মিরওয়ারিশপুরের ওয়াজিদ সর্দার বাড়ি, ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নের বেগমগঞ্জ থানার নোয়াখালী জেলার মোঃ আবুল খায়ের সন্তান। বর্তমানে ৫৫ নং ওয়াড, টংগী গাজীপুর জেলাতে পরিবার নিয়ে বসবাস করছে।
ভুক্তভোগী মোঃ আশরাফুল ইসলাম পিতা হামিদ মিয়া নরসিংদী সদর, জেলা নরসিংদী অভিযোগে তিনি জানান আমাকে কপিল পরিবর্তন করে দিবে বলে আমার নিকট হতে আট হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ২ লক্ষ ২৮ হাজার টাকা নিয়ে পালায়। স্বল্প বেতনে চাকুরী করে তিল তিল করে জমানো কষ্টের টাকা নিয়ে প্রতারক জাকির হোসন পালিয়েছে,আমি আমার এই কষ্টের অর্থ ফেরত পেতে গণমাধ্যম কর্মীসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অপর এক ভুক্তভোগী আবির হোসেন অভিযোগ করে জানান
আমারও ৪ হাজার রিয়াল নিয়ে পালিয়েছে প্রতারক মোঃ হোসেন,তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, শুধু আমরা নই অসংখ্য বাংলাদেশিদের টাকা নিয়ে সে পালিয়েছে।
প্রতারক মো: জাকির হোসেন সৌদি আরবের হাইল শহরে কার্গোর ব্যবসার সুবাদে অসংখ্য প্রবাসী বাংলাদেশির মালামাল দেশে পাঠাবে বলে অর্থ এবং মালামাল দুটোই নিয়ে পালিয়ে যায়।
কুমিল্লা জেলার ভুক্তভোগী সৌদিআরব প্রবাসী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ৫৩ কেজি দামী মালামাল কার্গো করতে জাকিরের নিকট পাঠাই যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় ৫ লক্ষের অধিক হবে,এভাবে আরও অনেক বাংলাদেশি প্রবাসীরা তার কাছে মালামাল পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছন সবমিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা সে আত্মসাৎ করে পালিয়েছে।
অনুসন্ধানে পাওয়া যায়, প্রতারক মোঃ জাকির হোসেনের পাসপোর্ট নাম্বার EBO-134316 , সৌদিআরবের আকামা নাম্বার 2526648791, তার ব্যবহারিত মুঠোফোন নাম্বার 0578536381
অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য নিতে তার মুঠোফোনে অসংখ্য কল করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ভুক্তভোগী মোঃ আশরাফুল ইসলাম জানান,সৌদিআরবে যদি কোন প্রবাসী ভাই প্রতারক জাকির হোসেনকে দেখে থাকেন তাহলে নিকটস্থ থানায় অভিযোগ করুন অথবা আমার নাম্বার +966 56 175 3590 কল করে অবহিত করতে অনুরোধ করছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।