আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরবঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদ অঞ্চলের ওয়াদি দাওয়াসির গভর্নরেটে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্য এবং একজন ফিলিপিনো গৃহকর্মীসহ মোট আট জন সৌদি নিহত এবং অপর গাড়ির একজন নিহত সহ দু'জন আহত হয়েছে।
সূত্রে জানা যায়, দ্রুত গতির দুটি গাড়ির সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়।জিএমসি মডেলের গাড়িটিতে একটি সৌদি পরিবারের আট সদস্য এবং তাদের গৃহকর্মী ছিলেন।
গত শুক্রবার,আল-রাইন - ওয়াদি আল-দাওয়াসির রোডে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষের পর সৌদি পরিবার বহনকারী গাড়িটিতে আগুন ধরে যায়,আগুনের তীব্রতা বেশি থাকায় পরিবারের সাতজন সদস্য এবং গৃহপরিচারিকা আগুনে পুড়ে মারা যায়।
নিহত পরিবারের সদস্যদের মধ্যে বাবা, মা এবং পাঁচ ছেলে ও মেয়ে রয়েছে, পরিবারটি সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য আভা থেকে রিয়াদ যাচ্ছিল।১৩ বছর বয়সী একটি মেয়ে সৌদি পরিবারের একমাত্র জীবিত ছিল। মেয়েটিও জিএমসিতে করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভ্রমণ করছিল, দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে।আহতদের ওয়াদি আল-দাওয়াসির জেনারেল হাসপাতাল ও রানিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্রে আরও জানায় যে ওয়াদি আল-দাওয়াসির গভর্নরেটের ট্রাফিক বিভাগ এবং সিভিল ডিফেন্স মর্মান্তিক দুর্ঘটনাটি তদারকি করেছে।সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে রিয়াদে তাদের কমান্ড এবং কন্ট্রোল রুম দুর্ঘটনার বিষয়ে একজন সৌদি নাগরিকের কাছ থেকে তথ্য পায় এবং খুব দ্রুত ছয়টি অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে ছুটে যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।