আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবে মাদকদ্রব্য বিক্রি ও পাচারের অভিযোগে ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা ।
তথ্যে জানা যায়,জেদ্দা গভর্নরেটের নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যদের টহলে নিষিদ্ধ মাদকদ্রব্য মেথামফেটামিন (শাবু)বিক্রির অপরাধে ৪ জন প্রবাসী বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত ৪ জন প্রবাসী বাংলাদেশি উক্ত মাদকদ্রব্য বিক্রয় কাজে জড়িত থাকার প্রমাণ মেলে, তবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম ঠিকানা জানায়নি সৌদি পুলিশ।
নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে, অভিযুক্তদের গ্রেফতার করে,তাদের বিরুদ্ধে আইনি সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।