আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদিআরবের আল কাসিশ শহরের একটি সুপারমার্কেটে চুরি করার অপরাধে ৪জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী l
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে যে, সৌদি আরবের আল কাসিম শহরের নিকটবর্তী আল উনাইজাতে একটি সুপার মার্কেট হতে বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করার অপরাধে ৪জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় l
খবরটি সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম জড়িয়ে পড়লে তা মুহুর্তে ভাইরাল হয় এতে সৌদি নাগরিকরা বাংলাদেশ এবং বাংলাদেশি নাগরিকদের নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন l
একজন সৌদিআরব নাগরিক বলেন,তারা কোন দেশের নাগরিক আমাদের জানাও যেন আমরা তাদের নিকট হতে সর্তক থাকতে পারি, অপর এক সৌদি নাগরিক বলেন, এদের জন্য আমাদের দেশের ভাবমূর্তি ও পরিবেশ নষ্ট হচ্ছে সৌদি সরকার যদি এদের ভিসা বন্ধ করে দেয় তবেই হবে এর স্থায়ী সমাধান l
গ্রেপ্তারকৃত ৪জন বাংলাদেশিকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং দেশটির প্রচলিত আইনে তাদের সাজা দেওয়া হবে l