আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদি আরবে ওমরাহ্ হজ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন রুক্কুমিয়া ওরফে মো: রুপ মিয়া ।
তথ্যে জানা যায়, জীবিকার অন্বেষণে ৭ লাখ টাকা ধার-দেনা করে গত সোমবার (২৭ মার্চ) সকালে সৌদি আরবের উদ্দেশে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ওমরপুর গ্রামের রিকশাচালক মো. রুপ মিয়া। সৌদিতে পৌঁছার পর বিকেলে ওমরা করার উদ্দেশে মক্কা যাওয়ার পথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলার আগাবত শার নামক স্থানে তাকে বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় বাসটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লাগায় বাসটিতে আগুন ধরে যায়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রুক্কুমিয়া ওরফে মো. রুপ মিয়া ঘটনাস্থলে নিহত হন।উক্ত বাস দুর্ঘটনায় আরও ১৩ জন বাংলাদেশিসহ ২৪ ওমরাহ্ যাত্রী নিহত হয় এবং ২৯ জন গুরুতর আহত হয়েছে।
নিহতের আত্মীয়ের বরাত জানা যায় যে,প্রায় ৭ লাখ টাকা ধার-দেনা করে পরিবারের সুখের জন্য সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি।যাওয়ার আগে বলেছিলেন, কাজে যোগ দেয়ার আগেই ওমরাহ সেরে নেবেন। এর মধ্যে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মো: রুপ মিয়া নিহত হন।