আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক :
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৯ দিনে এযাবৎ আটজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত ৩১ মে থেকে ৮ জুনের মধ্যে এসব হজযাত্রী মৃত্যু বরণ করেন ।এদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী হজযাত্রী রয়েছে ।
নিহত এই হজযাত্রীদের মধ্যে ছয়জন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন শ্বাসকষ্টে মারা যান ।অপর একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের আব্দুল ওয়াহেদ (৪৬), রাজধানী ঢাকার ডেমরার শাহানারা বেগম (৬৩), পাবনা জেলার চকছাতিয়ানী মাঠপাড়ার ডা. শফিকুল ইসলাম (৬৩), শেরপুর জেলার ঝিনাইঘাতির আলী হোসাইন (৬৭), রাজধানীর খিলগাঁওয়ের আইয়ুব খান (৪৮), পঞ্চগড় জেলার ছোটদাপের শহীদুল আলম (৬৭), বগুড়া জেলার আদমদিঘীর রোকেয়া বেগম (৬২)এবং নওগাঁ জেলার আত্রাইয়ের আদম উদ্দিন মণ্ডল (৬২)।
নিহত হজযাত্রীদের মধ্যে আব্দুল ওয়াহেদ, শাহানারা বেগম, ডা. শফিকুল ইসলাম, আলী হোসাইন, আইয়ুব খান ও আদম উদ্দিন মণ্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন শহীদুল আলম নামে বাংলাদেশি হজযাত্রী ।
এদের মধ্যে কেউ মক্কায় হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ ভাড়া করা হোটেল থেকে সৌদি আরবে বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, কেউ কিং ফয়সাল হাসপাতালে,কেউ কিং আবেদন আজিজ হাসপাতাল, কেউ বাংলাদেশ মিশনের ক্লিনিকে এবং কেউ কিং ফয়সাল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন ।
নিহত হজযাত্রীদের সৌদি আরবের মক্কায় শরাইয়া কবরস্থানে দাফন করা হয়েছে। হজযাত্রীরা মহান আল্লার মেহমান।এ জন্য সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মৃত হজযাত্রীদের শরাইয়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করেন ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।