আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদি আরবের বর্তমান জনসংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লাখের অধিক পৌঁছেছে ।
২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির জনসংখ্যা পরিসংখ্যান কর্তৃপক্ষ।
তথ্যে জানা যায়, সৌদির জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ বা ১ কোটি ৮৮ লাখ মানুষ জন্মসূত্রে দেশটির নাগরিক। বাকি ১ কোটি ৩৪ লাখ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা, যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
আদম শুমারি অনুযায়ী, সৌদি আরবের লোকজনদের বর্তমান গড় বয়স ২৯ বছর করে। দেশটির নাগরিকদের মধ্যে ৩০ বছরের কম বয়সী ৬৩ শতাংশ।
পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবের মোট জনসংখ্যার ৬১ শতাংশ (১ কোটি ৯৭ লাখ) পুরুষ। এবং নারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ,যা মোট জনগোষ্ঠীর ৩৯ শতাংশ।
আদম শুমারির বিষয়ে সৌদির অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের চেয়ারম্যান ফয়সাল আল-ইব্রাহিম জানিয়েছেন, ২০২২ সালের আদমশুমারি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প।এর ফল হবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক নীতির উন্নয়ন, বিভিন্ন খাতের জন্য উন্নয়ন পরিকল্পনা তৈরি করা ।