আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদি আরবের ফুটবলে এক ঐতিহাসিক দিন ছিল গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি)। এদিনে সৌদিআরবের মাটিতে পা রাখেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকা রোনালদোকে বরণ করতে আয়োজনের কোন কমতি রাখেনি সৌদি ক্লাব আল নাসের।রাজকীয় ভাবে বরণ করে নেয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ।
ফুটবল তারকা রোনালদোকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার দিনে ২৫ হাজার ধারণাক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম মরসুল পার্কে রাতে তিল পরিমাণ ঠাঁই ছিল না।স্টেডিয়ামে অবস্থানরত সকল সমর্থকরা ‘রোনালদো, রোনালদো’ বলে রবও তোলেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মর্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে রোনালদোকে পরিচয় করিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
সাবেক রিয়াল-ম্যানইউ স্ট্রাইকার রোনালদো সম্মেলনে বলেন, এশিয়ার কোনো ক্লাবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি আনন্দিত। এখন পর্যন্ত দারুণ অনুভব করছি। ক্যারিয়ারে এমন বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি খুবই গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর সবকটিতে খেলেছি।
সংবাদ সম্মেলনের পর আল নাসেরের জার্সি পরে মাঠে নামেন রোনালদো। সেখানে গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাত করেন ক্লাবের সতীর্থদের সাথেও।
উল্লেখ্য আগামী বৃহস্পতিবার আল-তায়ীর বিপক্ষে খেলবে আল নাসর। ওই ম্যাচেই সৌদির সফল দলটির হয়ে তাকে মাঠে লড়াইয়ে নামতে দেখা যেতে পারে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।