আব্দুল্লাহ আল মামুন (আন্তর্জাতিক) নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরব দুইটি নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সৌদিআরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদির প্রেস এজেন্সির বরাত জানা যায়, ঘাওয়ার ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে ‘আওতাদ’ নামের একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যা হোফুফ শহর থেকে প্রায় ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আল-দাহনা নামের নতুন এই প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি দাহরান শহরের প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
জানা গেছে, উভয় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে সৌদি আরামকো কোম্পানি।এটি সৌদি আরবসহ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বড় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি।
জ্বালানিমন্ত্রী বলেন, নতুন আবিষ্কৃত দুটি গ্যাস ক্ষেত্রের ফলে সৌদি আরবের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরও বেড়ে গেল যা সৌদির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে ।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, এই নতুন দুটি গ্যাস ক্ষেত্র আবষ্কারের মাধ্যমে বোঝা গেল গোটা সৌদি প্রাকৃতিক সম্পদে ভরপুর ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।