আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিনিধি :
সৌদি আরবে আনজু খাতুন (৩৮) নামের এক বাংলাদেশী গৃহকর্মী আত্মহত্যা করেছেন ।
সৌদি আরবের আল জুবাইল শহরে গত শনিবার (০৭ অক্টোবর) এই আত্মহত্যার ঘটনাটি ঘটে ।
নিহত আনজু ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার মাঠ আন্দুলিয়া মধপাড়া গ্রামের বাসিন্দা।
তথ্যে জানা যায়,গত মার্চ মাসে গৃহকর্মী ভিসায় সৌদি আরব গমণ করেন। মৃতের পাসপোর্ট অনুসারে তাঁর পিতার নাম মোঃ উসমান মন্ডল, স্বামী মোঃ জাহিদুল ইসলাম। তবে তাঁর পাসপোর্টে উল্লেখিত জরুরি যোগাযোগের বাংলাদেশী মোবাইল নম্বরটি ভূল পাওয়া গেছে। যার কারণে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে গৃহকর্মীর মৃত্যুসংবাদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে মৃতের পরিবারকে জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায় যে, সৌদি আরবের স্থানীয় পুলিশ উক্ত মৃত্যুঘটনাটি আত্মহত্যা না কি হত্যা তা তদন্ত করছে। বিস্তারিত রিপোর্ট দূতাবাসে পৌছাতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।
নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।