আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১ জানুয়ারি) সৌদি আরবের জিদান শহরের রায়হান নামক এলাকায় নিজ বাসায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় ।
নিহত রাজন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর সন্তান ।
জানা যায়, নিহত রাজন মিয়া ১১ মাস পূর্বে সৌদির একটি কোম্পানিতে ক্লিনার ভিসা নিয়ে জিদান শহরে পাড়ি জমান।
সেখানে গতকাল রবিবার গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায়।এসময় ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহত রাজন মিয়ার মৃত্যু সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে,পরিবারের উপার্জনক্ষমকে ব্যক্তিকে হারিয়ে সকলে শোকাহত হয়ে করছে শোকের মাতম ।
অপরদিকে রাজন মিয়ার মৃতদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।