নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন গতকাল বুধবার (১৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।
গত সোমবার মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে (২০২৩) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কেবল অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন আজ ১৬ নভেম্বর শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ ডিসেম্বর অনলাইন লটারি অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া বা পদ্ধতি গ্রহণ করা যাবে না। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনে একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্ধারণ করা হবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম বলে গণ্য হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
অন্যদিকে সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতেও ১৬ নভেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বেসরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি বিদ্যালয়কে প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে নির্ধারণ করা যাবে। আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে মহানগর পর্যায়ে বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকার এবং জেলা সদরের সদর উপজেলার বিদ্যালয়ের তালিকা পাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।