মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাটের সদর উপজেলার সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় না যেয়েও টাকা হলে কেনা যায় সাটিফিকেট এমনই একটি অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
রেজাল্ট শীট নাকি ঝড়ে গাছ পড়ে খেয়ে ফেলছে,কোন রকম অক্ষর জ্ঞান ছাড়া টাকা হলেই মিলছে সনদ,সদর উপজেলার সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে অষ্টম শ্রেণির পাশের সার্টিফিকেট ক্রয় করা যায়।
এ বিষয়ে চলছে তদন্ত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোসাব্বেরুল ইসলাম সাংবাদিকদের জানান তদন্ত চলমান প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।শিক্ষা জাতীয় মেরুদণ্ড সেখানে লেখাপড়া না করে যদি টাকা দিয়ে যদি অষ্টম শ্রেণির পাশের সার্টিফিকেট ক্রয় করা যায় তাহলে একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর দূনিতি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করা হবে অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে লেগে যাবে কলঙ্ক তাই অতি দ্রুত বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। সেই সাথে এ ধরনের জাল সাটিফিকেট প্রদান কারিকে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা স্থানীয় সচেতন মহল।
এছাড়াও স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে একাধিক নিয়োগ বানিজ্যের তথ্য হাতে এসেছে যেটা ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে প্রচারিত করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।