প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৪, ১:৫৬ পি.এম
স্ত্রী, দুই সন্তানকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীতে স্ত্রী ও দুই শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী পুরাতন বন্দর বাজার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তহুরা বেগম (৩৫), আয়েশা আক্তার তানিয়া (৮) ও জারিন (৫)। আহতের নাম আশিকুর রহমান বাবু মোল্লা। সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন আশিকুর মোল্লা। সকালে বাড়ির সামনে আশিকুরকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী এক নারী। এসময় তার গোঙ্গানির শব্দে এগিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের ডাকাডাকি করেন। তাদের সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দিলে আশিকুরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেশীদের ভাষ্য, ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত আশিকুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ সদস্যরা গঠনস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com