প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:৩৪ এ.এম
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা-মারধর, নৌকার ১১ সমর্থক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মুক্তিযোদ্ধাদের বাধা প্রদান ও মারধরের ঘটনায় নৌকার ১১ জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে এ ঘটনায় গতকাল সোমবার রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
সোমবার রাত ১২টায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকার ১১ সমর্থককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা মো. চান মিয়াসহ আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী (কেটলী) শাহজাহান ভূইয়ার পক্ষে প্রচরণা করেন। এ সময় নৌকা প্রতীকের প্রচারণায় থাকা নেতাকর্মী ও সমর্থক কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শমসের আলীর (৪০) নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কেটলী প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেন। এ সময় তাদের হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়।
পরবর্তী সময়ে এ ঘটনায় মুক্তিযোদ্ধা চান মিয়া রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সোমবার রাতে ১১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন মাহমুদ রবিন (২৫), সেন্টু তালুকদার (৪৯), মো. ডন শরীফ (৪৫), আনিসুর রহমান শাওন (৩২), রাসুকুল ওরফে রাকিব (৩০), মো. চান মিয়া (২৭), মো. মাজিদুর রহমান নয়ন (৩৬), এনায়েত উল্লাহ শিপলু (৩৭), মো. ফয়সাল (২৫), মো. ইমন (১৮) ও মো. হারুনুর রশিদ (২৮)।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com