স্বদেশে
আতোয়ার রহমান রানা
সবুজ শ্যামল বনে পাখিদের কলরব
মৃদু বাতাসে ছড়িয়ে পড়ে চতুর্পাশ।
হাওয়ার সাথে ফুলেল সুগন্ধে
মৌমাছিরা করে এক সন্ধি জাল,
পাখিরা গান গেয়ে ছুটে চলে প্রান্তর হতে দূর-প্রান্তরে।
নীল আকাশের নিচে সবুজ ঘেরা বন
যতদূরে চোখ যায় কি অপরুপ সুন্দর।
সুন্দর আমার এদেশ
সুন্দর বাংলাদেশ।
উঁচু নিচু গাছ গুলোতে নেই কোন ভেদাভেদ
আপন মনে আকাশ পানে চেয়ে রয়েছে সব,
এ যেনো মেঘের বন্ধু এনে দিবে বৃষ্টি আজ।
মাঠের পরে মাঠ চলছে চাষাবাদ
কৃষাণ -কৃষাণী চলছে খেটে সারাদিন রাত।
পাড়ার ছেলেরা ঘুড়ি হাতে ছুটছে পথে ধারে
দিনের শেষে ঘুড়ি হাতে যাচ্ছে বাড়ির দিকে।
আঁকা বাঁকা নদীর ধারে সোনালী ফসলের মাঠ
মৃদু বাতাসের ছন্দে কৃষকের স্বপ্ন দোলে
সোনালী ধানের শীষে।
এ আমার দেশ
সোনার বাংলাদেশ।