সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামে হাটহাজারীতে পৌরসভাধীন ফটিকা শাহজালাল পাড়া মাশাল্লাহ ভবনের পার্শ্বে হাজী শাহ আলম ম্যানশন এর সামনে ভাড়াঘর থাকেন বাবুল
মিয়া পরিবার। মোঃ বাবুল মিয়া থানা কসবা জেলা বি
বাড়ীয়া বর্তমানে শাহজালাল পাড়া ভাড়ঘরে বসবাস করেন উনার তিন মেয়ে ফারহানা আক্তার শিরিনা বড়
মেয়ে। ফারহানা আক্তার শিরিনাকে ৪ লক্ষ দিক টাকা
খরচ করে মেয়েকে বিয়ে দেওয়া হয় কিছুদিন সংসার ভালো ছিল এর পরে যেতে না যেতে নির্যাতনের শিকার
ফারহানা। বাবুল মিয়া একজন রিক্সা চালক অনেক কষ্টের করে মেয়েকে বিয়ে দিয়েছে
বাবা মেয়ে নির্যাতন কথা শুনে মেয়ে বড় মামা কাছে গেছেন রিকশাচালক বাবুল মিয়া আমার মেয়েকে তার স্বামীর ঘরে নির্যাতনের করে এখন আমি কি করব
তাৎক্ষণিক মামা তার দুলাভাইকে বলেন আপনি থানায় গিয়ে একটি অভিযোগ করেন। ফারহানা বাবা
হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ করেন।
ফারহানা আক্তার শিরিনা (২০) স্বামী আজিজুল হক
(২২)
আজিজুল হক পিতা আলী আহাম্মদ চৌধুরী,,বর্তমানে
এগারো মাইল কবির চেয়ারম্যানের ঘাটা নেজামের কলোনীতে বসবাস করেন,, পূর্ব দেওয়ান নগর,আজিজুল হক বাড়ি, পূর্ব মাইজচরা শহীদের বাপের বাড়ি, থানা নোয়াখালী সদর
জেলা নোয়াখালী।
আজিজুল হক পরিবার সবার সাথে ভালো সংসার চলছিলো পরে ফারহানা কে স্বামী বলেন তোমার বাবার বাড়ি থেকে আমাকে কিছু টাকা নিয়ে আসো
ফারহানা স্বামীকে বলেন আমার বাবা একজন রিক্সা চালক অনেক কষ্টে করে আমাদের পরিবার চালান আমার একটা ভাই নেই আমরা তিন বোন বাবা অনেক কষ্ট করে আমাদের বিয়ে দিয়েছেন সেই টাকাও এখনো সোদ হয়নি সে কথা শুনে স্বামী ফারহানাকে শারীরিক নির্যাতন করতে থাকেন। আমি অনেক নির্যাতন সহ্য করেছি আর নয় আমাকে আর নির্যাতন করিও না আমার শারীরিক অবস্থান এত ভালো নয়।
দরকার হলে আমি গার্মেন্টস এ চাকরি করে আপনাদেরকে চালাবো আমাকে শারীরিক নির্যাতন থেকে মুক্তি দাও আমার সহ্য হচ্ছে না। বিস্তারিত জেনে জানাবো।