উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারে মত ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের এতিম ও সুবিধা বঞ্চিত হতদরিদ্র শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক (ছেলেদের জুব্বা পাঞ্জাবি এবং মেয়েদের পোশাক) বিতরণ করা হয়। ১৮ই এপ্রিল মঙ্গলবার সকালে রাজগঞ্জ শহীদস্মৃতি বালিকা বিদ্যালয়ের হলরুমে এ পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর সুযোগ্য প্রধান উপদেষ্টা এবং রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.এম রবিউল ইসলাম রবি, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন, ইউপি সদস্য ইউসুফ আলী, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আই সি টি সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, সাংবাদিক হেলাল উদ্দিন, ডা. তুহিনুর রহমান, রাজগঞ্জ সমতা সেবার পরিচালক শরিফুল ইসলাম চাকলাদার, সেলিম জাহাঙ্গীর, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সাবেক সদস্য মণ্ডলী এবং সংগঠন এর নির্ভিক স্বেচ্ছাসেবীগন। পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে সকাল ৯:৩০ এ অনুষ্ঠান শুরু হয় এবং ১১টার শেষ হয়। অধিকাংশ বক্তারা এই সংগঠনটির প্রশংসা করেন এবং আগামীতে আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করার আহবান জানান। সাথে সাথে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবান এবং দানশীল ব্যাক্তি বা সংস্থাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য বাঁধন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।