ফাতেমা আক্তার ইভা,নারায়ণগঞ্জ থেকেঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ফার্স্ট এবং স্মার্ট লেডি। তিনি সম্প্রতি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে যেভাবে আমাদের দেশকে তুলে ধরেছেন তা সত্যিই গর্বের বিষয়। তিনি আমাদের দেশের জন্য যা করার করে দিয়েছেন। আমাদের সবার কর্তব্য এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশের ছেলে মেয়েরা অনেকেই অনার্স, মাস্টার্স পাশ করে বেকার হয়ে আছেন। শিক্ষা কোন কাজেই আসছে না। তাই আমাদের শুধু শিক্ষিত হলেই চলবে না; শিক্ষার পাশাপাশি কর্মদক্ষ হতে হবে। না হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।