শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল অক্টোবরে উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩১২ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ

থার্ড টার্মিনালের ৮১ শতাংশ সম্পন্ন
কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) সকালে হযরত শাহজালার (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন দৃষ্টি নন্দন থার্ড টার্মিনাল পরিদর্শণ করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সঙ্গে ছিলেন।

পরিদর্শনের পূর্বে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কনসালটেন্ট নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৮১ শতাংশ সম্পন্ন কাজের সম্পর্কে মুখ্য সচিবকে ব্রিফ করেন। পদির্শনের সময় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আগামী অক্টোবর মাসে থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিভেটে ড্রাইভওয়ে, বোডিং ব্রিজ, ডিপাচার লাউঞ্জের ফ্যাসিলিটি, চেক ইন কাউন্টার ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমসহ নির্মাণাধীন টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশ্বের শীর্ষ স্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

টার্মিনালটিতে ৫ লক্ষ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রপ্তানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে আন্তর্জাতিক বিমানবন্দরটিতে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।