কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ। সাতক্ষীরা জেলার মধ্যে পুরাতন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি হলো এই বিদ্যাপীঠ। অথচ গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যাক্তির কারণে আজ ঐতিহ্য হারাতে বসেছে নেতৃত্বের দ্বন্দে। এ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচনে চাম্পাফুল ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মোড়ল সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি বিদ্যাপীঠের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করছিলেন। অথচ এই উন্নয়নের ধারাবাহিকতা রুখতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক ৬/৪৯৬৯/৩৭.১১. ৪০.৪১.৫০.০১. ৬.২০.১৮৩০৪ নং স্বারকে এক আদেশের মাধ্যমে চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের চলমান ম্যানেজিং কমিটির সভাপতিকে তার দায়িত্ব থেকে অব্যহতিন প্রদান করেণ। কিন্তু সভাপতি মোঃ আব্দুল লতিফ মোড়ল উক্ত স্বারক পত্রের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে ৮৫৫৯/২৪ নং রিট পিটিশন দায়ের করেণ। শুনানী অন্তে দ্বৈত বেঞ্চে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক এবং মোঃ আব্দুল হাকিম এর উপর রুল জারি করেণ। একই সাথে উক্ত স্বারকপত্রের আদেশটি আগামী ১৩/০৪/২০২৫ তারিখ পর্যন্ত স্থগিত ঘোষনা করেণ। সে কারণেই ঐতিহ্যবাহি এই বিদ্যাপীঠে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল লতিফ মোড়ল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।