হাটহাজারী প্রতিনিধি,মোঃ সোলাইমানঃ
পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী ও পবিত্র শোহাদায়ে কারবালার আলা হযরতের (রহ.) স্মরণে এবং অত্র এলাকার সকল কবরবাসীর ইছালেন সওয়াব এর উদ্দেশ্যে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ই অক্টোবর হযরত মাওলানা তােফায়েল আহম্মদ (রহঃ) স্মৃতি সংসদ কমিটির আয়োজনে এবং এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় আজিম পাড়া ৩নং ওয়ার্ড হাটহাজারী পৌরসভা এলাকায় ৯তম আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত নূরানী মিলাদ মাহফিল ও খতমে সহি বুখারী শরীফ এ বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম তশরিফ আনেন।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া (মা.জি.আ)
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলা সৈয়দ শাহ মাছরুফ কাদেরী (মা.জি.আ) প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী (মা.জি.আ) সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ মিয়া সাদেকী (মা.জি.আ)।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি মো. মাসুদুল আলম, সিনিয়র সহ সভাপতি মো. ইব্রাহিম কাদের (সাগর), সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন (মনির), যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তাহের,অর্থ সম্পাদক আরিফুল ইসলাম তারেক, সহ অর্থ সম্পাদক মো. বাবু, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. ইমন, সহ প্রচার সম্পাদক মো. রোহান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. তাসিফ, দপ্তর সম্পাদক মো. রাকিব ও প্রমুখ।
আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন৷