সোলাইমান, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১লা মে) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি বের হয়ে বাজারের ত্রিবেণী মোড়, কাচারি সড়ক, কলেজ গেইট এলাকা প্রদক্ষিণ করে ফের বাসস্ট্যান্ড এসে শেষ হয়। র্যালি পরবর্তী বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামালের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কদর আলী মুসা, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর, খাগড়াছড়ি সড়ক পরিবহন বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, চট্টগ্রাম হাটহাজারী রাউজান ফটিকছড়ি অটো টেম্পু বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন ফটিকছড়ি শাখার সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মোঃ দৌলত মিয়া, চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন হাটহাজারী শাখার সভাপতি মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, চট্টগ্রাম জেলা জিপ শ্রমিক ইউনিয়ন হাটহাজারী শাখার সভাপতি মোঃ জানে আলম প্রমুখ।