মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
উপজেলার ভূমিহীন-গৃহহীণ ১৫২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ (২২মার্চ) বুধবার গণভবন থেকে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে চতুর্থ পর্যায়ে উদ্বোধনের পর হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, হাটহাজারী পৌরসভা, ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নে নির্মিত ১৫২ পরিবারের মাঝে এসব হস্তান্তর করেন। এর আগে নির্বাহী অফিসারেরর সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি রুহুল আমিন সবুজ প্রমূখ। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় হাটহাজারীতে প্রথম ধাপে ১৫, দ্বিতীয় ধাপে ১০, তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪, দ্বিতীয় পর্যায়ে ৬০ পরিবারসহ মোট ১০৯ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বুধবার ১৫২ পরিবারসহ সর্বমোট ২৬১ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। একইসাথে পরিবারগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিদ্যুত, বিশুদ্ধ পানি, জলাশয়, ইবাদত খানা ও যাতায়াতের জন্য সুব্যবস্থা। সরকারের নির্দেশনানুযায়ী জনবসতি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছুই প্রকল্পের কাছাকাছি রয়েছে। প্রকল্পের প্রত্যেকটি গৃহ স্বামী স্ত্রীর যৌথ নামে খতিয়ান সৃজন করা হয়েছে।
আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন -গৃহহীনদের সারাবাংলাদেশে ৩৯,৩৬৫ টি ঘর প্রদান সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা। ৬ মাসের খাবার প্রদানকরবে সরকার একটি মানুষ ও জাতে গৃহহীন না থাকে সেটাই সরকারের লক্ষ এবং উদ্দেশ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।