মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাটহাজারীতে পুলিশের অভিযানে ৯ মামলার পলাতক আসামী সজল দাশ (৪২) কে ১০০লিটার দেশীয় চোলাইমদ সহ তার সহযোগী জুয়েল দে (৩০) কে গ্রেপ্তার করেছে।
বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ব্রাহ্মণ পাড়া গেইট থেকে আটক করে। আটককৃত পলাতক আসামী সজল দাস চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বাবুল সরদারের বাড়ীর মৃত হৃদয় দাশের পুত্র ও অপর সহযোগী একই এলাকার আদিনাথ দে’র পুত্র জুয়েল দে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ লিটার চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে চৌধুরীহাট এলাকায় অবস্থান করছে ৯ মামলার পলাতক আসামী সজল দাশ সহ তার সহযোগি। মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন পুলিশ। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছি।মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।