মোহাম্মদ সোলাইমান (হাটহাজারী চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী সংলগ্ন শাটল ট্রেনের লাইনে এ ঘটনা ঘটে। নিহত মোঃ জাবেদ হোসাইন (২৬) ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাহাথি বেপারীর বাড়ির আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে সে দুবাই থেকে আসে। গতরাতে সে ঢাকা যাবে বলে ঘর থেকে বের হয়। পরে কীভাবে এই ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই।স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল জানান, সকালে সাড়ে সাতটার দিকে এলাকাবাসী ট্রেনে কাটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমরা থানা পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে রাতের শাটল ট্রেনে কাটা পড়ে নিহত হয় এই যুবক।
পরবর্তীতে রেলওয়ে থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।তিনি জানান, আমাদের রেললাইন চেকারম্যান সকালে আমাদের বিষয়টি অবহিত করলে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে