সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতাঃ
হাটহাজারীতে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এর সাথে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৮ জুলাই) রাত ৮টার দিকে মডেল থানায় তার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিয়া, সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক বাবলু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ন.ম জিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল নাথ, মহিন উদ্দীন, আবু শাহেদ,ইকরামুল হক, মাহমুদ আল আজাদ, জাহিদুল ইসলাম, মো: নকিব, আবুল মনসুর, অরুণ বৈষ্ণব , ওসমান গনি, এস এম এরশাদ, মোঃ সাহাবুদ্দীন সাইফ, মোঃ আবু নোমান, মোঃ শোয়াইব, মোঃ সুলাইমান প্রমুখ।
এ সময় নবাগত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। প্রশাসনের অজানা অনেক গুলো বিষয় তারা তোলে ধরেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এছাড়া হাটহাজারীর বিভিন্ন স্থানে বখাটেপনার উৎপাতে ইভটিজিং, যত্রতত্র পার্কিং ও হাট বাজারের কারণে যানজট, কিশোর গ্যাংদের নানান অপরাধ নিয়ে আলোচনা করা হয়।