সোলেমান হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামের হাটহাজারীতে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এর সাথে হাটহাজারী প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) রাত ৮টার দিকে মডেল থানায় তার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। প্রশাসনের অজানা অনেক গুলো বিষয় তারা তোলে ধরেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এছাড়া হাটহাজারীর বিভিন্ন স্থানে বখাটেপনার উৎপাতে ইভটিজিং, যত্রতত্র পার্কিং ও হাট বাজারের কারণে যানজট, কিশোর গ্যাংদের নানান অপরাধ নিয়ে আলোচনা করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।