সোলাইমান ,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার পৌরসদের ফটিকা শাহজালাল পাড়া, কামাল পাড়া যুব সংঘে পশ্চিম পাশের মামা-ভাগিনার বিল্ডিং।(সোমবার) ১ টার দিকে, ভাগিনারা ৫তলা বিল্ডিংয়ে ৪ তলা কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।এসময় বিল্ডিং মালিক জানতে পেরে তাৎক্ষণিক হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেন
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুরুতে এসে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়।এসময়
ফায়ার সার্ভিস কর্মী ফজলু মিয়া বলেন এই অগ্নিপাত শর্ট সার্কিট থেকে হয়েছে বলে
ধারণা করা যাচ্ছে তিনি আর বলেন ভাড়াঠিয়ার ২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় প্রবাসী পরিবার ছিলনা কোথাও যায়নি বেড়াতে গিয়েছেন
এসে জানান প্রবাসী পরিবার।
মালিক আক্তার হোসেন বলে আমার ভাড়াটিয়া কে আমি ফোন দিয়েছি একে একে চারবার ফোন দেওয়ার পর আমাকে বলে আপনার ফোন ধরার সময় আমার নেই।
এ কথাগুলো সংবাদকর্মীকে মালিকপক্ষের জানান।