হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম মন্দাকিনী এলাকার মোজাফফর চৌধুরী বাড়ির ইউসুফের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘরে প্রবেশ করলে তারা সব আসবাবপত্র তছনছ চুরির ঘটনা নিশ্চিত হয়।
পরিবারের দাবি সোমবার মধ্যে রাত ১টা থেকে ৪টা দিকে ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রবাসী মোরশেদের ছোট ভাই মাসুদ।
প্রবাসীর ছোট ভাই মাসুদ বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আমাদের পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না।
আত্মীয়ের বাড়ি থেকে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১টি এন্ড্রয়েড ফোন নেই। ঘরের জানালা কেটে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, চুরির খবর আমরা জানি না। এই বিষয়ে থানায় এখনো কোনো জানানো হয়নি।
উল্লেখ, গত কিছু দিন আগে হাটহাজারী বড় মাদ্রাসার পেছনের একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে।