মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রাম হাটহাজারীতে অগ্নিকাণ্ডে স্টোররুম ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের সানাউল্লাহ পাড়ায় মানিক চৌধুরী বাড়ির মোহাম্মদ মোজাহের ইসলামের ঘরে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
ঘটনাস্থলে ফায়ারসার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত মোজাহের ইসলাম বলেন, আমার বসতঘরের পাশে একটি রান্নাঘর ও স্টোররুম রয়েছে। রান্নাঘরের সঙ্গে একই ছাউনির নিচে স্টোররুমটি। রান্নাঘরের চুলা সম্পূর্ণ বন্ধ ছিলো। স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে কিছু জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় আসবাবপত্র ছিল।
এবিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্ত মোজাহের ইসলামের একটি স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আনুমানিক এক লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।