মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীর চারিয়াতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।
এক শোক বার্তায় জামিয়া মহাপরিচালক বলেছেন, দূর্ঘটনায় একটা পরিবারের প্রায় সকলের মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক। আমি শোকহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহত দুই জনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।
আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, হাটহাজারী-ফটিকছড়ি সড়কে সবসময় যানবাহনের অত্যধিক চাপ থাকে। তাছাড়া সড়কটি সংস্কারের পর প্রশস্ত ও মসৃণ হওয়াতে অনেক চালক সড়ক আইন অমান্য করে মাত্ররিক্ত গতিতে গাড়ি চালান। চালকদের এমনটা করা কখনোই উচিত নয়।
তাছাড়া ব্যস্ত এই সড়কে রোড আইল্যান্ড বা সড়ক বিভাজন নেই। যে কারণে সড়কটি ব্যাপকহারে দূর্ঘটনা প্রবণ হয়ে ওঠেছে। এ কারণে এই সড়কে চলাচলকারীদের জন্য এটা খুবই উদ্বেগের কারণ হয়ে গেছে।
তিনি বলেন, আমি সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি ব্যস্ত সড়কটির মাঝখানে বিভাজন তৈরির আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গাড়ি চালক ও যাত্রীদের যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক আইন মেনে চলতে যত্নবান হওয়া জরুরি মনে করি।
জামিয়া মহাপরিচালক গাড়ির চালক ও যাত্রীদের প্রতি নিরাপদ ভ্রমণের জন্য আল্লাহর সাহায্য কামনা করে যানবাহনে মাসনূন দোয়া পাঠ ও আল্লাহকে স্মরণে রাখার উপদেশ দেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।