হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটহাজারীতে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই বাংলার সকল বীরদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যাদয়ের পূর্বে হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়েছেন- হাটহাজারী উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা পরিষদ, হাটহাজারী প্রেসক্লাব, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা জাতীয় পার্টি সহ স্থানীয় সংগঠন।
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের পুষ্পমাল্য প্রদানের সময় উপস্থিত ছিলেন, আতাউর রহমান মিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোঃ আলী, বাবলু দাস, মাহমুদ আল আজাদ, সাগর বড়ুয়া, মহিন উদ্দীন, অরুন বৈষ্ণব, একরামুল হক, মোঃ শোয়াইব, মো. সোলাইমান, মো. আলমগীর, মো. রিফাত সালাউদ্দীন, সানিফ, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রকার খেলাধুলা, দেশত্ববোধক গান, নাচ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি উচ্চপ্রদস্থ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ স্থানীয় জনসাধারণ।