মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ‘চারিয়া মাদ্রাসা’ নামক রেলস্টেশনে স্টেশন মাস্টার না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। দীর্ঘ একযুগ ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এ স্টেশন! বেদখল হচ্ছে রেলওয়ে জমি। ১৯৩০ সালে ব্রিটিশ সরকার স্টেশনটি নির্মাণ করেছিলেন।
সরেজমিনে দেখা যায়, রেলস্টেশন জুড়ে কোলাহল নেই, শুধুই শূন্যতা। পূর্ব-পশ্চিমে খোলা মাঠের মধ্যখানে এই রেললাইনে দৃষ্টি আটকে যায়। বিশেষ করে ক্ষয়ে যাওয়া কংক্রিট আর সিমেন্টের তৈরি টিকেট ঘর। রক্ষণাবেক্ষণ না করলে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাটির শেষ চিহ্নটুকুও আর অবশিষ্ট থাকবে না। ক্ষয়ের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে এগুলো যেন নিজেরাই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করে যাচ্ছে। বেদখল হচ্ছে রেলওয়ে জমি।